রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদ

14

॥ নিজস্ব প্রতিবেদক ॥
জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (১২ জুলাই) ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আকতার হোসেন ভুট্টোর স্বাক্ষরে কমিটি অনুমোদন দেওয়া হয়।
এতে ফারুক আহমেদকে সভাপতি ও আব্দুল আহাদকে সাধারণ সম্পাদক ও আবু আবরার আলভীকে অর্থ সম্পাদক করে ৩ বছর মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ভুট্টো, সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, লোকমান হাকিম পুতুল, দিদারুল ইসলাম ও খোরশেদ আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. ওসমান, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ জসিম ও সাইদুল ইসলাম ইফতি, প্রচার ও দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম রিমন, কার্যনির্বাহী সদস্য মো. ইসমাইল, জামাল হোসেন, মাহমুদুল হক, মো. মাহিম ও আরাফাত হোসেন সাজিদ।