॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজীব কান্তি রুদ্রকে নোয়াখালী জেলার কোম্পানী গঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে। একই আদেশে নোয়াখালীর কোম্পানী গঞ্জ উপজেলার ইউএনও তানবীর ফরহাদ শামীমকে রাজস্থলী উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করবেন।
৯ জুলাই ২০২৫ তারিখে (২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ছয়জন কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলিকৃত ইউএনও সজীব কান্তি রুদ্র এর নিজ জেলা কক্সবাজার। নতুন ইউএনও তানবীর ফরহাদ শামীমের নিজ জেলাও কক্সবাজার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাগণকে তাঁদের এখতিয়ারাধীন এলাকায় সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবী আদায় আইন, ১৯১৩ এর ধারা ৩ (৩) মোতাবেক সার্টিফিকেট অফিসারের ক্ষমতা প্রদান করা হয়েছে। এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ও জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।