॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
বরকল উপজেলায় এবার এসএসসি-২০২৫ পরীক্ষায় পাশের হার ৪৫.৮৬ শতাংশ। জানা গেছে, বরকল উপজেলায় ২টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৮টি বিদ্যালয় থেকে মোট ৪৪৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাশ করেছে মোট ২০৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে বড় হরিণা উচ্চ বিদ্যালয় থেকে ২ জন । এতে দূর্গম এই উপজেলায় পাশে হার নিয়ে তেমন আশানুরূপ মনে করছে না অভিভাবক ও স্থানীয়রা।
বরকল উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বলেন, বরকল উপজেলায় ২টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৮টি বিদ্যালয় থেকে মোট ৪৪৭ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাশ করেছে মোট ২০৫ জন পরীক্ষার্থী। যার পাশের হার ৪৫.৮৬ শতাংশ।
উল্লেখ্য, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল মোট ১৭৩ জন। পাশ করেছে ৮৯ জন পরীক্ষার্থী। পাশের হার ৫১.৪৪%। ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৭৯ জন। পাশ করেছে ৪৪ জন। পাশের হার ৫৫.৬৯%। জুনোপহর উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৬০ জন। পাশ করেছে ৩২ জন। যার পাশের হার ৫৩.৩৩%। বিলছড়া উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪১ জন। পাশ করেছে ১০ জন। যার পাশের হার ২৪.৩৯%। সুবলং উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ৩৩ জন। পাশ করেছে ১৯ জন। পাশের হার ৫৭.৫৭%। বরুনাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ২৩ জন। পাশ করেছে ৯ জন। পাশের হার ৩৯.১৩%। হাজাছড়া উচ্চ বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ১৮ জন। পাশ করেছে ৩ জন। পাশের হার ১৬.৬৬%। বরুনাছড়ি জোন মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ছিল ২০ জন।পাশ করেছে ৩ জন। যার পাশের হার ১৫%।