রাঙ্গামাটি শহরের ফিসারি বাঁধ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন গুরুতর আহত

9

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের ফিসারি বাঁধ এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জন গুরুতর আহত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত যুবকের নাম কাজী শফিউল্লাহ। সে রাঙ্গামাটি পৌর শহরের ৪নং ওয়ার্ড তবলছড়ির অফিসার্স কলোনী এলাকার কাজী আব্দুর রাজ্জাক ও হাসনারা বেগম মুন্নির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি চট্টগ্রামের দিক থেকে আসা পাহাড়ীকা বাস ও তবলছড়ি থেকে বনরূপা যাওয়ার মুহুর্তে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। বাসের যাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়। মাথায় আঘাত পাওয়ার ফলে প্রচুর রক্তপাত হয়। হাসপাতালের ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
এদিকে রাঙ্গামাটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর খান জানান, আহত ব্যক্তির মাথায় গুরুতর আহত হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।