॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় ১২ বিজিবি ছোট হরিনা জোন অভিযান পরিচালনা করে বিপুল অংকের অবৈধ সেগুন গোল কাঠ আটক করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) আনুমানিক ২টার সময় ছোট হরিণা ব্যাটালিয়ন (১২বিজিবি) এর টহল দল কর্তৃক ছোট হরিণা বাজার ঘাট নামক স্থানে চেক পোষ্টের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় সন্দেহভাজন নৌকা তল্লাশি করে প্রায় ১৮১.৬৮ ঘনফুট (৭০ লগ) অবৈধ সেগুন গোল কাঠ আটক করতে সক্ষম হয়। তবে কাউকে আটক করা যায়নি। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা।