॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
উল্টো রথযাত্রার মধ্যদিয়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ মন্দিরের রথযাত্রা সম্পন্ন হয়েছে।
এই উপলক্ষে শনিবার (৫ জুলাই) দুপুর ২টায় মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণিল শোভাযাত্রাটি বের করা হয়।
বর্ণিল সাজে সজ্জিত রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে উল্টো রথের যাত্রা শুরু হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে এই ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাল্যভোগের পর ভজন কীর্তন, ভোগ আরতি ও রথটানা অনুষ্ঠিত হয়। রথটানা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথ টানায় অংশ নেন।
উল্টো রথযাত্রার সময় মন্দির কমিটির ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সনাতনী সমাজের নারী, পুরুষ, শিশু-কিশোরসহ অসংখ্য পুণ্যার্থী রথযাত্রায় অংশ নেন।