খাগড়াছড়িতে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের নবায়ন কার্যক্রম উদ্বোধন

4

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার(জুলাই)বিকেলে খাগড়াছড়ি হাসপাতাল গেইট এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অনিমেষ চাকমা রিংকু বলেন, ৫ আগস্টের পর খাগড়াছড়িতে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বসন্তের কোকিলদের দেখা যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ঘাপটি মেরে থাকা একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করে ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করতে হবে। নব্য বিএনপির ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, তাঁতী বিষয়ক সম্পাদক আলমগীর মিয়া, প্রকাশনা সম্পাদক আহছান উল্লাহ মিলন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, পৌর বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মীরু ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাস।