॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) অভিযান চালিয়ে ৩শ কেজি অবৈধ মাছ জব্দ করেছে। বুধবার রাতে রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী বাসে করে পাচারের সময় মানিকছড়ি চেক পোস্টে অভিযান চালিয়ে কেচকি, আইড়সহ বিভিন্ন প্রজাতির ৩শ কেজি মাছ জব্দ করে বিএফডিসির কর্মকর্তারা। এসময়ে বাসটিকেও আটক করা হয়। তবে এই মাছ পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। পরে জব্দকৃত মাছ বিএফডিসি কার্যালয়ে রাতেই নিলামে বিক্রয় করা হয়।
বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম বলেন, অবৈধ মাছের পাশাপাশি পাচারের সাথে জড়িতদের সনাক্ত করতে বাসটি জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে বিক্রী করা হয়েছে। বন্ধের সময় মাছ না ধরতে নিয়মিত অভিযানের পাশাপাশি জেলেদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণাও করা হচ্ছে।
উল্লেখ্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে ৩ মাসের নিষেধাজ্ঞা চলছে। প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস কার্পজাতীয় মাছে পোনা অবমুক্তকরণ, প্রকৃতিক প্রজনন ও বৃদ্ধির জন্য কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ থাকে।