॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার পার্বত্য চট্টগ্রামে বনাঞ্চলের প্রতিবেশ পুনরুদ্ধার কর্মসূচি সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা পার্বত্য চট্টগ্রামে বনভূমি পুনরুদ্ধারের কাজ বৃদ্ধি, অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনের এই সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দাতা সংন্থা ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নের অরন্য ফাউন্ডেশন ও জঊউঅঅ তত্ত্বাবধানের বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) ‘র আয়োজনের অরন্য ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং সঞ্চালনায় বিএনকেএস প্রোগ্রাম পাটনার লীড কর্মকর্তা ক্যবাথোয়াই সভাপতিত্ব করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহিরুল ইসলাম, অরন্য ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক মো: কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজ সেবা অধিদপ্তরের সুপারভাইজার আমীর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাহাড়ে প্রকৃতি পরিবেশ সংরক্ষণ না করা গেলে এক সময় প্রাকৃতির আঘাতে মানুষ ও থাকবে না। শংঙ্খ নদের সংরক্ষিত রিজার্ভ ফরেস্ট বনাঞ্চলসহ সর্বস্তরে গাছ, বাঁশ, জুম কাটা থেকে বিরত থাকার, জনসচেতনতা সৃষ্টি করতে পারলে বৃক্ষ রোপন কর্মসূচী ও সংরক্ষণের প্রকল্পের বাস্তবায়ন করার সম্ভব এবং সর্বন্তরে সহযোগীতার আহবান জানান। সভা শেষে প্রন্তিক জনগৌষ্ঠি উপকারভোগীদের বৃক্ষ চারা বিতরণ করা হয়।