॥ নিজস্ব প্রতিবেদক ॥
সুশৃঙ্খল দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গামাটিতে পথ সভা ও লিফলেট বিতরণ করেছে রাঙ্গামাটি জেলা বিএনপির।
বুধবার (২ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা কলেজ গেইট এলাকায় পথ সভা শেষে রাঙ্গামাটির হাটে আসা দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট পৌঁছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এ সময় সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, সহ সভাপতি জহির আহমেদ, সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, মহিলা দলের সভাপতি পারুল বেগম, সদর উপজেলা বিএনপির সভাপতি, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান হাওলাদারসহ অন্যান অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান বলেন ফ্যাসিষ্ট হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। বিগত কয়েকটি নির্বাচনে দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। দীঘ ১৬টি বছর আন্দোলনের মাধ্যে দিয়ে ২৪ এ এসে ফ্যাসিষ্ট হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়। তার ধারাবাহিকতা ধরে রাখতে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ৩১ দফা বাস্তবায়নে রূপরেখা প্রনয়ণ করেছে। এই রূপরেখা বাস্তবায়নে সকল জনগনকে পাশে থাকার আহবান জানান তিনি।