॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার হাটবাজার এলাকায় প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই প্রচারে স্থানীয় জনগণকে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের আহ্বান জানানো হয় এবং কাপড় বা পাটের ব্যাগ ব্যবহারে উৎসাহ দেওয়া হয়। এবং ব্যবহার ও বিক্রয় করতে ধরা পড়লে তাহলে ৫০ হাজার টাকা জরিমানা ও বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১ লা জুলাই) সকাল সাড়ে ১০টায় মাইকিং বার্তায় বলা হয় “প্লাস্টিক নয়, পরিবেশ বাঁচান। কাপড়ের ব্যাগ ব্যবহার করুন, ভবিষ্যৎ নিরাপদ করুন।” হাটের বিভিন্ন পয়েন্টে এই প্রচার চালানো হয়, যাতে করে সাধারণ মানুষ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয় এবং নিজেদের ব্যবহারে পরিবর্তন আনে। বিলাইছড়ি উপজেলা প্রশাসনের নির্দেশনায়, বাজার ফান্ড ও যুব রেড ক্রিসেন্ট বিলাইছড়ি উপজেলা টিম এই প্রচার কার্যক্রমটি পরিচালনা করে।