॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটি লংগদু উপজেলায় লংগদু সরকারি মডেল কলেজে “অছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা” নতুন কলেজ ছাত্রদলের কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মনঞ্জু।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় লংগদু কলেজ ছাত্রদলের আয়োজনে মাইনীমুখ বাজারের আরাম বোডিং এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বক্তারা বলেন, “অছাত্র ও ছাত্রলীগের প্রতিনিধি দ্বারা কমিটি গঠন করা ছাত্রদলের গঠনতন্ত্রের পরিপন্থী এবং এর মাধ্যমে প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।” তারা এই কমিটি বাতিল করে নতুন ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের দাবি জানান।
ছাত্রদলের নেতারা আরও বলেন, “আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রনেতাদের নির্বাচন করা হোক, যেখানে সকল সাধারণ শিক্ষার্থীর মতামত প্রতিফলিত হবে। এবিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু সরকারীর কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র মোশাররফ হোসেন, অত্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী আব্দুল ছামাদ শান্ত।