॥ বিশেষ সংবাদদাতা, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত ও লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, উপজেলা প্রশাসন বাঘাইছড়ি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় সাইন্টিফিক অফিসার নাসিম আহমেদ, দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে জুস ও অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুতের প্রযুক্তি বিষয়ে বিস্তারিত ধারণা দেন।