কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা

3

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো রুহুল আমিন। এতে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ক স্বাগত বক্তব্য উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজামান কামাল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, ১১৯নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমাসহ জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।