॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি জেলা পরিষদের সদ্য নিয়োগে যদি কেউ নিয়োগ বাণিজ্য ও অসৎ উদ্দেশ্য প্রমাণিত করতে পারে তা হলে চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াবে বলে চ্যালেঞ্জ করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, অতিতে কি হয়েছে তা জানার বা বলার দরকার নাই। আমার আমলে এই নিয়োগ পুরোপুরি স্বচ্ছতার মধ্যে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যাতে কেউ আমাদের নিয়োগ কার্যক্রম নিয়ে কিছু বলতে না পারে। তবুও সামাজিক মাধ্যমে অনেক কিছু লিখা হচ্ছে তা মোটেই সত্য নয়। তাই আমি আমার পক্ষ থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের সদ্য সমাপ্ত নিয়োগ পরীক্ষায় রবিবার (২৯ জুন) বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে নিয়োগ পরীক্ষায় নির্বাচিতদের নিয়োগপত্র প্রদান ও নিয়োগ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নুয়েন খীসা, জেলা পরিষদ সদস্য হাবিব আজম, সদস্য নুয়েপ্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
পর্যালোচনা সভায় নিয়োগ পাওয়া প্রার্থীরা তাদের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। সদ্য নিয়োগ প্রাপ্তরা আগামীকালের মধ্যে রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করার পরামর্শ প্রদান করেন নিয়োগ কমিটির সদস্যরা।