॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রাঙ্গামাটি অঞ্চলেরকার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে কাঁঠালতলি পিসারী ঘাট অস্থায়ী কার্যালয়ে ২০২৫/২০২৭ খ্রিঃ কার্যকরী কমিটি গঠন কল্পে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শিক্ষক রনজিত বড়ুয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ বড়ুয়ার সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি শিক্ষক সুকুমার বড়ুয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও জাতীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য উদয়ন বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ সমিতি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক আশীষ কুমার বড়ুয়া, জাতীয় কমিটির যুগ্ন মহাসচিব সুজন বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক মিল্টন বড়ুয়া, সুজন বড়ুয়া, স্বপন বড়ুয়া, খোকন বড়ুয়া খান, উওম বড়ুয়, দুলু বড়ুয়া, বিপ্লব বড়ুয়া ঝুন্টু বড়ুয়া প্রমুখ।
সভায় বিগত দিনের কার্যবিবরনি আয়/ব্যয় হিসাব পাঠ ও অনুমোদন করেন এবং সর্বসম্মতি ক্রমে দ্বিতীয় অধিবেশনে জাতীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ও উপদেষ্টা শিক্ষক সুকুমার বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কমিটির যুগ্ন মহাসচিব সুজন বড়ুয়া। বিশেষ অতিথি বাবু আশীষ কুমার বড়ুয়া।
পরে সবার সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি শিক্ষক রনজিত বড়ুয়া, সাধারণ সম্পাদক শিক্ষক আশীষ বড়ুয়াকে মনোনীত করে ৩৫সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।