॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং যুগ্ম-সচিব কংকন চাকমার অপসারণসহ ত্রিপুরা-মারমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে ত্রিপুরা-মারমা সচেতন নাগরিক সমাজ।
রোববার (২৯ জুন) বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্তরে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান বিক্ষোভকারীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপিও প্রদান করেন তারা।
আয়োজিত বিক্ষোভ সমাবেশে আব্রে মারমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিক্ষোভ মিছিলে সমন্বয়ক রুনেল মারমা, মারমা যুব নেতা ইঞ্জিনিয়ার ক্যরী মগ, মারমা মহিলা নেত্রী উক্রাচিং, যুব নেতা অংগ্য মারমা।
এসময় তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহে ত্রিপুরা, মারমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বঞ্চিত রাখা এবং পার্বত্য মন্ত্রনালয়ের মাধ্যমে নগদ অর্থসহ খাদ্যশস্য বন্টনের চরম বৈষম্যর প্রতিবাদ জানাই। এই বৈষম্যের কারনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং যুগ্ন-সচিব কংকন চাকমার অপসারণ চাই। আগামী এক সপ্তাহের মধ্যে এর সমাধান না হলে অবরোধ কর্মসূচির ডাক দিতে বাদ্য হবো।