একটি জাতি কখনো ক্ষুদ্র হতে পারে না-কৃষিবিদ কাজল তালুকদার

12

॥ নিজস্ব প্রতিবেদক ॥
একটি জাতি কখনো ক্ষুদ্র হতে পারে না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, ভাষা একটি জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ করা খুবই জরুরী এবং মাতৃভাষা রক্ষায় আমাদের যার যার অবস্থান থেকে এগিয়ে আসা দরকার।
রবিবার (২৯ জুন) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলার নৃ-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষন) আবুল কালাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নিবার্হী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক (ভাষা, গবেষনা ও পরিকল্পনা) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
চেয়ারম্যান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে এমন কিছু সম্প্রদায় রয়েছে যার জনগোষ্ঠী অনেক কম। তাদেরও ভাষা আছে। কিন্তু ভাষা সংরক্ষণ না করার কারণে তা দিন দিন হারিয়ে যাচ্ছে। তাই নৃ-গোষ্ঠীর ভাষা যাতে হারিয়ে না যায় তার জন্য চিন্তা ভাবনা করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, জুম ঈসথেথিকসের সভাপতি, কবি ও লেখক শিশির চাকমা, বিএম ইনিস্টিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনিস্টিউটের গবেষণা কর্মকর্তা শুভ্র জ্যোতি চাকমা, উন্নয়ন কর্মী ঝুমালিয়া চাকমা, তরুণ লেখক আশাধন চাকমা প্রমুখ।
এসময় বক্তারা মূলস্রোতধারা ভাষা বাংলার পাশাপাশি বিভিন্ন জাতিসত্ত্বাদের ভাষা, সংস্কৃতি, সংরক্ষণ ও মর্যাদার দাবি জানান। এই কর্মশালায় বিভিন্ন নৃ-গোষ্ঠীর সম্প্রদায়, সংস্কৃতি কর্মী, কবি, লেখকসহ প্রায় ৪২ জন অংশ নেন।