॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মো: মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কমিউনিটি ক্লিনিক ও উপ-স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় পরিচালকের সঙ্গে পরিদর্শন ও নিরীক্ষণ দলের উপস্থিত ছিলেন, অডিট এন্ড একাউন্ট অফিসার দেওয়ান মোহাম্মদ সেলিম উদ্দিন, এসএএস সুপার মো. শহিদুল ইসলাম, এসএএস সুপার সৈয়দ মো: হাসিবুর রহমান, অডিটর মো. আবু বাশার এবং ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট কিরণধর চাকমা।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুরজিত দত্ত ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ এবং হাসপাতালের সুবিধা অসুবিধার কথা জানেন।
জানা গেছে, পরিদর্শন টীম ২২ তারিখে সিভিল সার্জন কার্যালয়, ২৩ তারিখে জুরাছড়ি বরকল স্বাস্থ্য কমপ্লেক্স, ২৪ তারিখে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫ তারিখে কমিউনিটি ক্লিনিক এবং ২৬ তারিখে দুর্গম বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন।
এতে আরও জানা গেছে, বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল খুবই কম থাকার কারণে হঠাৎ রোগীর চাপ যদি বেড়ে যায়, তাহলে সামাল দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। বর্তমানে ম্যালেরিয়া ও ভাইরাস জনিত রোগীর সংখ্যা বেশি পরিলক্ষিত হচ্ছে। তাই স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি এবং হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধি করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেন।