॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে তক্ষক পাচারকালে ৪ জনে আটক করেছে খাগড়াছড়ি বন বিভাগ। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। আদালতের নির্দেশে তক্ষকটি খাগড়াছড়ি বিভাগীয় বন কার্যালয় সংলগ্ন সবুজ বনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় রেঞ্জ কর্মকর্তা ও রামগড় থানা পুলিশ সদস্যের যৌথ অভিযানে রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডের বাজারের মুন্সী বাড়ীর সামনে থেকে ১টি তক্ষকসহ পাচারচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রামগড় উপজেলার নাকাপা ৬নং ওয়ার্ডের মৃত কবির সিকদারের ছেলে মোঃ শাহাদাৎ হোসেন (৩০), রামগড় ২নং পাতাছড়ার মো. আহসান উল্লাহর ছেলে মোঃ আলী আজম প্রকাশ রাকিব মিঞা (৩০), আহম্মদ সোবাহানের ছেলে মোঃ নাজমুল আলম এবং কক্সবাজার চকরিয়ার উপজেলার রামপুর ৭নং ওয়ার্ডের মোঃ ইসহাক এর ছেলে মোঃ বেলাল উদ্দিন (৫৪)।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, বৃহস্পতিবার তক্ষকসহ ৪ জন আসামিকে খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত উদ্ধারকৃত তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার নির্দেশ প্রদান করেন। গ্রেফতারকৃতদের আদালত জেল হাজতে প্রেরণ করে। যে তক্ষক আমরা উদ্ধার করেছি সেটি সচারাচর দেখা যায় না। বিরল প্রজাতির। ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী।