কাপ্তাইয়ের রিজার্ভ ফরেস্টে বিরল সাম্বার হরিণ আঘাত প্রাপ্ত হয়ে নদীতে ঝাঁপ, উদ্ধার করল বন বিভাগ

20

॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকার স্পীলওয়ে সংলগ্ন ব্রিকফিল্ড এলাকার কর্নফুলী নদী থেকে গুরুতর আহত অবস্থায় একটি বিরল পুরুষ সাস্বার হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদী থেকে এই বন্য হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, ধারণা করা হচ্ছে কাপ্তাই পিডিবির ব্রীকফিল্ড এলাকার উত্তর পাশে গহীন জঙ্গলে কেউ হরিণটিকে শিকার করার জন্য ধাওয়া করে। এক পর্যায়ে হরিণটি বাঁচার জন্য এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন নদীতে ঝাঁপ দেয়। তৎক্ষনাৎ খবর পাওয়ার পর বন্য হরিণটিকে উদ্ধার করা হয়েছে। তবে হরিণটি বর্তমানে গুরুতর আহত অবস্থায় আছে। এই আহত হরিণটির চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে তিনি জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত বন্য হরিণটির অবস্থা আশংকাজনক দেখা গেছে।