সমন্বিত ভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচাররোধ সম্ভব-লে: কর্নেল কাওসার মেহেদী

15

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্ বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ পুলিশ, জনপ্রতিনিধি, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সমন্বিত ভাবে কাজ করলে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচাররোধ করা সম্ভব। কারা কারা মাদকাসক্ত এবং মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত তাদের বিষয়ে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। পারিবারিক সমস্যার কারনে সন্তানরা মাদক গ্রহন করে, তাই পরিবারের সদস্যদের সন্তানদের পাশে থেকে তাকে বুঝিয়ে বলতে হবে মাদকের কুফল সম্পর্কে। এই বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১২টায় ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় হেডম্যান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মাদকদ্রব্যে অপব্যবহার ও অবৈধ পাচাররোধে মতামত তুলে ধরেন।
এসময় ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, মেডিকেল অফিসার মেজর ডা: এস এম আশিকুজ্জামান, চিৎমরম মৌজার হেডম্যান ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিমং, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ, ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন জীত তনচংগ্যা, চিৎমরম মৌজার হেডম্যান ক্য ও সিং মং মারমা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মো: আক্তার হোসেন, ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।
এছাড়া সেমিনারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসা বন্ধ করাসহ যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে কাজ করার আহবান জানানো হয়।