বাঘাইছড়িতে ছাত্রদলের উদ্দ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

42

॥ বাঘইছড়ি প্রতিনিধি ॥
২০২৫ সালে রাঙ্গামাটির বাঘাইছড়ির কাচালং সরকারি কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারীদের মাঝে কলেজ ছাত্রদলের পক্ষ হতে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা হতে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কাচালং সরকারি কলেজের প্রবেশ মুখে এই বিতরণ কার্যক্রম করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসাবে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী উপহার ও হেল্প ডেক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাঈম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মোখলেস উদ্দিন এবং কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।