কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিলো ৯ শত ৬ জন

3

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
দেশের অন্যান্য স্থানের মতো বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা হতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯শত ৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
তিনি আরো জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯শত ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে ১শত ৮৪ জন এবং কর্ণফুলী সরকারি কলেজ হতে ৭ শত ২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আজ প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।