সেনামৈত্রী বিদ্যানিকেতন পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক-লেঃ কর্ণেল মোঃ মীর মোর্শেদ

17

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে সেনামৈত্রী বিদ্যানিকেতন স্কুলটি পরিদর্শনে যান লংগদু জোনের অধিনায়ক।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি, সেনামৈত্রী বিদ্যানিকেতন, লংগদু শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনার অগ্রগতি পর্যালোচনা করেন।
এসময় সেনামৈত্রী বিদ্যানিকেতনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষক স্বপন কুমার চাকমার সঞ্চালনায় উক্ত পরিদর্শন কর্মসূচি সুচারুরূপে সম্পন্ন হয়। প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের বিভিন্ন চাহিদা ও সমস্যা নিয়ে জোন কমান্ডার সঙ্গে মতবিনিময় করেন। উল্লেখ্য, সেনামৈত্রী বিদ্যানিকেতনটি ২০১০ সালে বাংলাদেশ সেনাবাহিনী ও সাধারণ জনগণের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি এটি বাংলাদেশ সেনাবাহিনী, লংগদু জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
জোন কমান্ডার বলেন, সেনামৈত্রী বিদ্যানিকেতন শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতির জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
এসময় তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।