॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের অর্থায়নে ২০২৪-২০২৫ অর্থ বছরের পরিকল্পিত বনায়ন কার্যক্রম মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টার দিকে উদ্বোধন করেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মান করার সময় পরিবেশের যাতে কোন ক্ষতি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে যে প্রচেষ্টা এবং উদ্যোগ নেয়া দরকার সেই কর্মসূচীর আলোকে আজকের এই পরিকল্পিত বনায়ন কর্মসূচীর উদ্বোধন করা হলো। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ে প্রায় পচিঁশ ধরনের গাছ লাগানো হবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল গফুর উপস্থিত ছিলেন; এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।