॥ বিশেষ প্রতিবেদক ॥
রাঙ্গামাটির দূর্গম পাহাড়ে ইউপিডিএফ (মূল) দলের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ জুন) ভোরে কচুছড়ি মইনপাড়া স্কুলের পাশে করইছড়ি নামক এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মন্টু রঞ্জন চাকমা জানান, ভোরে কচুছড়ি মইনপাড়া এলাকায় ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির খবর পাওয়া যায়। তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি।
একই খবর জানিয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম সোহাগ জানিয়েছেন এখনো সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালানো হচ্ছে। তবে বিস্তারিত আর কিছুই জানা যায়নি।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ভোরে করইছড়ি নামক এলাকায় ইউপিডিএফ (প্রসীত) মূল দলের সাথে রাঙ্গামাটি সদর জোনের নেতৃত্বে চলমান টহল টীমের গোলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ আহত বা নিহত আছে কিনা সেই খবর পাইনি।
এসময় ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী। তাদের কাছ থেকে এসএমজি, গুলি, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র-শস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয় বলে জানা যায়। এদিকে দুপুরে এই রির্পোট লেখা পর্যন্ত সেনাবাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালাচ্ছে।