রাঙ্গামাটির কাঠালতলী সংযোগ সড়ক বাঁধে সৌন্দর্যবর্ধন: নগরবাসীর বিনোদনে নতুন দিগন্ত

23

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাধের পাশে নির্মিত হচ্ছে একটি আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়তে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অর্থায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
জানা গেছে, এই সৌন্দর্যবর্ধন প্রকল্পের মাধ্যমে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি পর্যটকরাও আকৃষ্ট হবেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদের জন্য এটি হবে হাঁটা ও জগিং করার এক মনোরম স্থান। প্রকল্পটির বেশিরভাগ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে এবং আগামী দুই এক মাসের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই প্রকল্পটির মূল ভিত্তি গড়ে উঠেছে পূর্বে বাস্তবায়িত একটি নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পের উপর। কাপ্তাই হ্রদের নদী ভাঙন থেকে রক্ষার জন্য ১০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় কাঠালতলী ফিসারী সংযোগ বাঁধ। এর ফলে সড়কের এক পাশে বিশাল একটি জায়গা সম্প্রসারিত হয়। এই সম্প্রসারিত স্থান যেন অবৈধ দখলে চলে না যায়, সে লক্ষ্যে সড়কও জনপথ বিভাগ তাদের নিজস্ব মেইন্টেনেন্স ফান্ড থেকে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ গ্রহন করে।
এব্যাপারে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের অপর পাশে একটি রিটেইনিং ওয়াল (প্রতিরক্ষা দেয়াল) নির্মাণেরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে পরামর্শক ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে। সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হলে এখানে বেড়াতে আসা পর্যটক ও দর্শনার্থীরা কাপ্তাই হ্রদ দেখাসহ মনোরম পরিবেশ পাবে।
এদিকে ইতোমধ্যেই এই সড়ক বাধ এলাকা রাঙ্গামাটি শহরবাসীর মাঝে এক নতুন বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছেন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই জায়গাটা শহরের মানুষের জন্য এক নতুন বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে, আমরা খুবই খুশি।”
এই প্রকল্পের মাধ্যমে শুধু শহরের অবকাঠামোই নয়, রাঙ্গামাটির পর্যটনের ভবিষ্যতও আরও উজ্জ্বল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।