নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

7

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার লেমুছড়ি ইউনিয়েনর খুরিক্ষং এলাকার পাহারে ঢালু থেকে এই সব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানান, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হকের দিক নির্দেশনা এবং নেতৃত্বে এস আই ফেরুদৌস এ এস মুজাহিদসহ পুলিশের একটি বিশেষ টিমের গোপন সংবাদের ভিত্তিতে লেমুছড়ি ইউনিয়নের খুরিক্ষং পাকা রাস্তা দক্ষিন পাহাড়ের ঢালুতে সাদা প্লাস্টিক মোড়ানো ৩টি দেশীয় তৈরি গাধা বন্দুক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরি ৩টি গাধা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যহত রয়েছে।
উদ্ধারকৃত বন্দুক নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। বিধি মোতাবেক অস্ত্রটি বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। ওসি আরও জানান, পুলিশের এই ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।