বিলাইছড়ি সফরে রাঙ্গামাটি জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার

14

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙ্গামাটির জেলার সভাপতি দীপন তালুকদার দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দরা বিলাইছড়িতে একদিনে সফর করেছেন। এসময় নেতৃবৃন্দরা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বুধবার (১৮ ই জুন) সকাল সাড়ে ৯টায় সফরে তিনি বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ-ভদন্ত দেবতিষ্য ভিক্ষুর সঙ্গে সৌজন্য সাক্ষাত ও পালবার লিং সেন্টার পরিদর্শন এবং অনাথ ছাত্রদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি বিহারে বুদ্ধমূর্তি দান করেন।
এর পরে তিনি উপজেলা বিএনপি’র সভাপতি এম এ সালাম ফকির ও সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ’সহ অন্যান্য নেতা-কর্মীদের নিয়ে উপজেলা কার্যালয়ে মতবিনিময় করেন। উপজেলা বিএনপির সভাপতি জানান, বিএনপি রাঙ্গামাটির জেলার সভাপতি দীপন তালুকদার দীপুর এটি তাঁর ব্যক্তিগত সফর।
এসময় তার সফল সঙ্গি হিসেবে রাঙ্গামাটি জেলা বিএনপি’র সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক দেবজ্যোতি চাকমা, জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক দিল বাহাদুর, জেলা বিএনপি’র সদস্য ও পুজা উদযাপন ফ্রন্ডের আহবায়ক নন্দিতা দে, সহ দপ্তর সম্পাদক নাসির খানসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা।