॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”-এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।
বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ নাইক্ষ্যংছড়ি কার্যালয়ে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা শাহ আজিজ, সমবায় অফিসার ক্য বু হ্রী মার্মা, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম ও নাইক্ষ্যংছড়ি স্থানিয় সাংবাদিক প্রমূখ।