সঠিক শিক্ষা গ্রহণ করে দেশ বিনির্মানে আগামী প্রজন্মকে দেশের হাল ধরতে হবে-কৃষিবিদ কাজল তালুকদার

6

॥ নিজস্ব প্রতিবেদক ॥
সঠিক শিক্ষা গ্রহণ করে দেশ বিনির্মানে আগামী প্রজন্মকে দেশের হাল ধরতে হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তিনি বলেন, শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে তা সঠিক ভাবে কাজে লাগাতে হবে। এ বৃত্তির টাকা যদি কোন শিক্ষার্থীর কাজে আসে এটাই হবে আমাদের সার্তকতা।
মঙ্গলবার (১৭ জুন) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে জেলা পরিষদ সদস্য ও শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক বৈশালী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা উপবৃত্তি প্রদানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোঃ শিবলী নোমান, পরিষদের ভূমি কর্মকর্তা উজালা রানী চাকমা, পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য দয়াল দাশ, সদস্য বরুন বিকাশ দেওয়ান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবছর অনলাইন বিকাশের মাধ্যমে ছাত্র ছাত্রীদের বৃত্তির টাকা প্রদান করবে। রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বিকাশের এ্যাপস ক্লিকের মাধ্যমে ছাত্র ছাত্রীদের কাছে টাকা পৌঁছে দেন।
রাঙ্গামাটি জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে ১৯৭ জনকে ৭ হাজার টাকা করে, ডিপ্লোমাতে ৭৯ জনকে ৭ হাজার টাকা করে, স্নাতক ৭৭ জনকে ১০ হাজার টাকা করে, স্নাতক (সম্মান) ২৮৮ জনকে ১০ হাজার টাকা করে, স্নাতকোত্তর ৭৩ জনকে ১২ হাজার টাকা করে, মেডিকেল ৩৫ জনকে ১২ হাজার টাকা করে, কৃষি ও মৎস্য বিজ্ঞান ১৮ জনকে ১২ হাজার টাকা করে ও প্রকৌশল ৪১ জনকে ১২ হাজার টাকা করে মোট ৬৯ লক্ষ ৮৬ হাজার প্রদান করা হয়।