রাঙ্গামাটিতে স্বাস্থ্য বিভাগের সতর্কতা , হাসপাতালে করোনার রেপিড এন্টিজেন পরীক্ষা চালু

13

॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেড় বছর পর আবার করোনায় সম্প্রতি তিনজনের মৃত্যুতে বাংলাদেশের মানুষের মাঝে বেড়েছে কিছুটা উদ্বেগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বৃদ্ধি পেলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে শুধু একটু সচেতন থাকতে হবে। তবে দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও রাঙ্গামাটিতে এখন পর্যন্ত নতুন কোন করোনা রোগী শনাক্ত হয়নি। তবে স্বাস্থ্য বিভাগ করোনা প্রতিরোধে সতর্কতা অবলম্বন করছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুসারে মাত্র অতি প্রয়োজনীয় ক্ষেত্রে রেপিড এন্টিজেন পরীক্ষা করা হচ্ছে। করোনার পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের স্বল্পতার কারণে পরীক্ষা সীমিত আকারে পরিচালিত হচ্ছে।
এদিকে, পিসিআর ল্যাব বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক পিসিআর ল্যাব বন্ধ রাখা হয়েছে কারণ এটি ব্যয়বহুল এবং বর্তমানে রোগীর সংখ্যা কম থাকায় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। হাসপাতালে করোনা রোগীর চাপও লক্ষ্য করা যায়নি।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো: শওকত আকবর জানান, রাঙ্গামাটিতে নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। যখন বেশ কিছু রোগীর মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা দেয় তখনই পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। কীটের স্বল্পতার কারণে পরীক্ষা সীমিত হচ্ছে, তবে শিগগিরই আরও কীট আসার আশা রয়েছে। কীট আসলে তখন রোগীর ধরণ বুঝে তা পরীক্ষার ব্যবস্থা করা হবে।