অবশেষে যথাযথ প্রক্রিয়ায় নানিয়ারচর থেকে লংগদু রাস্তার কাজের উদ্বোধন

15

॥ মো. গোলামুর রহমান, লংগদু ॥
দীর্ঘ ৫৪ বছর পর সরকারের নেতিবাচক সিদ্ধান্তে রাঙ্গামাটি জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটির প্রাথমিক ভাবে মাটি কাটার কাজ উদ্বোধন করেছে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মিনহাজ মুরশীদ।
মঙ্গলবার (১৭ জোন) দুপুরে লংগদু উপজেলার দজরপাড়া এলাকা হতে নানিয়ারচর মুখী রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০২৪ -২০২৫ অর্থবছরের রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে লংগদু থেকে নানিয়ারচর রাস্তার ১৭ কিলো মাটি কেটে রাস্তা তৈরীর কাজ শুরু করা হয়। বর্তমানে মাটি কেটে রাস্তা তৈরী দায়িত্বশীল ঠিকাদার জানান, পরিবেশ আর পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মাটি কেটে রাস্তা তৈরী হয়ে যাবে।
জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ জানান, আমরা চাই দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করতে। সবকিছু ঠিকঠাক থাকলে আশাকরি মাটি কাটার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্চিনিয়ার ডিপার্টমেন্টর একটি প্রতিষ্ঠান বাকী ব্রীজ, কালবার্ট ও পাকা সড়ক নির্মাণে কাজ করবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেল পারিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জামায়াত ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দীন, প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, গাঁথাছড়া বায়তুশ শরফের প্রধান মাওলানা ফোরকান আহমদসহ অনেকই।
জানা গেছে, সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের ভাগ্য বদলে যাবে। উপজেলাগুলো হলো নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ি। রাঙ্গামাটি জেলা সদরের সঙ্গে নানিয়ারচর উপজেলার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও লংগদু উপজেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা কোনোদিনই ছিল না। যোগাযোগ রক্ষা হতো নৌ-পথে। তবে এইবার সরকার নানিয়ারচর উপজেলার সঙ্গে লংগদু উপজেলার সংযোগ সড়ক নির্মাণ করার পরিকল্পনা হাতে নেয়। সড়কটি নির্মিত হলে উপজেলা দুটির যেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হবে তেমনি জেলার সদরের সঙ্গে শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
শুধু তাই নয়; এই সড়কটি গড়ে উঠলে রাঙ্গামাটিবাসী নানিয়ারচর হয়ে, লংগদু-বাঘাইছড়ি উপজেলার সঙ্গে অনায়াসে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে। তথা জেলা সদরের সঙ্গে তিনটি উপজেলার সড়ক পথে যোগাযোগ সহজ হয়ে উঠবে।
স্থানীয়রা বলছেন, নানিয়ারচর-লংগদু সড়ক নির্মিত হয়ে গেলে তিনটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি এখানকার উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত সহজিকরণসহ আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিফলন ঘটবে। এতে করে লংগদু উপজেলার সঙ্গে নানিয়ারচর উপজেলার সংযোগ সড়ক নির্মাণ করে দিলে এই অঞ্চলের উন্নয়ন বহুগুণ বেড়ে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে এই এলাকা।