ঈদের ছুটিতেও চলমান ছিলো রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের জরুরী সেবাসমূহ

17

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ঈদুল আযহার দশ দিনের লম্বা ছুটিতে মানুষজন যখন পাহাড় থেকে পাহাড়ে গিরি ঝর্ণা থেকে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে তখনই রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবা কেন্দ্র সমূহে বিরামহীন ভাবে চলমান ছিলো জরুরী ও অত্যাবশ্যকীয় মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে বলে জানায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সোহাগ ময় চাকমা বলেন, দীর্ঘ দশ দিনের ঈদুল আযহার ছুটিতেও বন্ধ নেই রাঙ্গামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবাকেন্দ্রের জরুরী সেবাসমূহ।
রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীন বিভিন্ন সেবা কেন্দ্র সমূহে বিরামহীন ভাবে চলমান রয়েছে জরুরী ও অত্যাবশকীয় মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা। বিগত ৫ জুন ২০২৫ থেকে ১৪ জুন ২০২৫ তারিখ পর্যন্ত জেলায় মোট স্বাভাবিক প্রসব সেবা ৭ জন, ১৪৩ জনকে এএনসি সেবা, ৬২ জনকে পিএনসি সেবা, ৬২০ জনকে সাধারণ সেবা, ২৩৮ জন শিশুকে সেবা প্রদান করা হয়।