॥ থানচি প্রতিনিধি ॥
বান্দরবানে থানচি উপজেলা সদরে পর্যটন তথ্য কেন্দ্রের পাশ্বে সাংগু সেতুর নিচে অর্ধগলিত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সকালে অর্ধগলিত মৃত দেহটি স্থানীয়রা দেখতে পান পরে থানচি থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ অর্ধগলিত মৃত দেহটি উদ্ধার করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংগু সেতুর নিচের থেকে বাতাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধ খুছতে গেলে সাংগু সেতু নিচে গিয়ে দেখি অর্ধগলিত মৃত দেহ পরে আছে। ধারনা করছেন ৩/৪ দিন আগেই থেকে তিনি মারা গেচ্ছেন।
স্থানীয়দের সহযোগীতা পুলিশ অর্ধ গলিত মৃত দেহটি সনাত্ত করতে স্বক্ষম হয়। মৃত দেহটি উপজেলা বলিপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ক্যচু পাড়া নিবাসী মরহুম মংহ্রা মারমা ও মাতা রেদাকসে মারমা এর সন্তান চিংলুং মারমা ৪৬।
স্থানীয় এবং মৃত চিংলুং মারমা এর পরিচিতজনরা বলেন, মৃত্যু ব্যক্তি একজন মানসিক ভারসাম্যহীন। থানচি বাজারে দীর্ঘ ৬-৭ বছর ধরে আছেন তিনি। এর আগের ও তিনি বলীপাড়াতে বিভিন্ন জায়গাতে মানসিক ভারসাম্যহীন অবস্থা ঘুরে বেড়াতেন।
থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা খবর পেয়ে অর্ধগলিত মৃত দেহ সনাক্ত করেছি। তিনি একজন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘ দিন ধরে সাংগু সেতুর নিচে অবস্থান করতেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমর মাকে খবর দিয়েছি। তার মা রেদাকসে পৌছলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।