ঈদের টানা ছুটিতে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে পর্যটকদের ভীড়

118

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
কোরবানির ঈদের টানা ছুটিতে পর্যটন শহর হিসেবে খ্যাত রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে। সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়, বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড়। বিকেলে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে।
এসময় চট্টগ্রাম মহানগর সিটি গেইট পাকা রাস্তার মাথা হতে আসা আলাউদ্দিন, টিপু বলেন, কাপ্তাইয়ে আমরা বন্ধুরা এসেছি। এসে খুব ভালো লাগছে, আমরা বোট রাইডিং করলাম, অসাধারণ প্রকৃতি। চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা হতে আসা জাহাঙ্গীর, নাছির, ফারুক সিকদার এবং তৌহিদ বলেন, কাপ্তাই আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, পরিবেশ ভালো, পর্যটন শিল্পে কাপ্তাইয়ে প্রচুর উন্নতি হয়েছে।
শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের পরিচালক মো: আফসার উদ্দিন বলেন, ঈদের টানা ছুটিতে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের ১৭টি কটেজ সবগুলো ঈদের দিন হতে আগামী ১৪ জুন পর্যন্ত বুকিং আছে। এছাড়া আমাদের নিসর্গ রেস্টুরেন্টে একসাথে দেড়শত হতে ২ শত জন একসাথে বসে খাবার খেতে পারছেন।
নিসর্গ কুটিরের মালিক নাসিম আহমেদ বলেন, ঈদের টানা বন্ধে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে, আমাদের ব্যবসা ভালো হচ্ছে।
এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইসে গিয়েও দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। এসময় কাপ্তাই হ্রদের বোট চালক মো: জাহাঙ্গীর বলেন, এখানে প্রচুর পর্যটক এসেছে। অনেকে বোট নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমন করছেন।
এছাড়া কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁ, কাপ্তাই রিভার ভিউ পার্ক, সেনাবাহিনী পরিচালিত জীবতলি লেকশোর ও লেকভিউ আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, বনশ্রী পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিতদন্ত) অলি উল্লাহ জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।