রামগড় ৪৩ বিজিবির সহায়তায় ভারত হতে ফেরত আনা হলো কোরবানীর পশু মহিষ

14

॥ রামগড় প্রতিনিধি॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি এর অধীনস্থ বাগানবাজার বিওপির দায়িত্বপূর্ণ পুরান রামগড় এলাকার বাসিন্দা মোঃ নাজিম উদ্দিন কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১ লাখ ৭৫ হাজার টাকায় কেনা কুরবানীর মহিষটি অসাবধানতাবশত ছুটে যায় এবং স্থানীয় জনগণ কর্তৃক ধরার চেষ্টা করলে গ্রামের বিভিন্ন স্থানে ছুটাছুটি করে। এক পর্যায়ে মহিষটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে সীমান্ত পিলার ২২১৪/১২-এস এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তৎক্ষণাৎ এলাকার লোকজন বাগানবাজার বিওপিতে খবর দেয়।
বিওপি কমান্ডার বিষয়টি সম্পর্কে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসিকে বিষয়টি অবগত করলে তিনি বিএসএফ এর সাথে যোগাযোগ সাপেক্ষে মহিষটি আনার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে, প্রতিপক্ষ ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা মহিষটি খোঁজার চেষ্টা করে কিন্তু ঘন জংগল ও সন্ধ্যা হয়ে যাওয়ায় মহিষটি ধরতে ব্যর্থ হয়।
সোমবার (৮ জুন) ৪৩ বিজিবি ও ১১৪ বিএসএফ এর সমন্বয়ের মাধ্যমে সকালে বিএসএফ কর্তৃক মহিষটি ধরার চেষ্টা করলে সীমান্ত পিলার ২২১৩/এমপি এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় মহিষটি ১১টায় আটক করে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
মহিষের মালিক নাজিম বলেন “বিজিবি’র সহানুভূতিশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা শুধু পশুটি ফেরত পাইনি, আমাদের ঈদের আনন্দও ফিরে পেয়েছি এবং এটা শুধু একটা পশু ফেরত আনার ঘটনা নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি বিজিবির শ্রদ্ধা ও সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির”।