॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলার বিএনপির ৪৬ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩২ জনকে সদস্য করা হয়েছে। এতে সাচিং প্রু জেরিকে আহ্বায়ক, জাবেদ রেজাকে সদস্য সচিব ও অধ্যাপক ওসমান গণিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
বুধবার (৪ জুন) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য পাওয়া যায়। অন্যদিকে কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।
এই কমিটি অনান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, মজিবর রশিদ, আব্দুল মাবুদ, মশিউর রহমান লিটন, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, সাশৈপ্রু, আবিদুর রহমান, আমির হোসেন আমু, বাবু রিটল কান্তি বিশ্বাস, মো:নেজাম উদ্দিন, সদস্য মাম্যাচিং, আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরী, আব্দুর শুক্কুর, নুরুল ইসলাম, শাহদাত হোসেন, সাবেকুর রহমান, সরোওয়ার জামাল, চনুমং, সেলিম রেজা, থোয়াই নু অং চৌধুরী, আলহাজ্ব মো: মুছা, মংশৈহ্লা, আব্দুর রব, নুরুল কোম্পানি, আরেফ উল্লাহ ছোট্যু, মাওসেতুং তংচঙ্গ্যা, এডভোকেট আলমগীর চৌধুরী, মংক্যনু চৌধুরী, এডভোকেট উম্যাসিং, মাসুক আহমেদ, শ্যামল কান্তি বড়ুয়া, নাছির উদ্দিন, টিমং প্রু, আবু তাহের মিয়া, আবু বক্কর, সাইফ উদ্দিন, আবুল হাসেম, উফাসা মারমা, মংশৈম্রাই, শৈসা অং, নজরুল ইসলাম ও নুমং প্রু মারমা।
এর আগে ২ ফেব্রুয়ারি সাচিংপ্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে বান্দরবান জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।