দূর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ

4

॥ সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ॥
রাঙ্গামাটির বিলাইছড়ির দূর্গম ফারুয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা ২০২৫ ইং উপলক্ষে গরীব, দুষ্ট পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে বিতরণের সময়ে উপস্থিত ছিলেন ৩ নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
এসময় অন্যান্যদের মধ্যে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক নিত্যলাল তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদ সদস্য রিনু কুমার তঞ্চঙ্গ্যা, যতিন তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা, উজ্জল তঞ্চঙ্গ্যা এবং মালসম পাংখোয়া। ফারুয়া রাইনখ্যং নদীর ব্রীজ সংলগ্ন সীমান্ত সড়কের পাশে লত্যাছড়ি এলাকায় থেকে বিতরণ করা হয়, মোট -১৯৮৫ পরিবারের মধ্য ১০ কেজি বিতরণ করা হয়।
উল্লেখ্য, রাজস্হলী উপজেলা খাদ্য গোডাউন হতে চাল উত্তোলন করে সীমান্ত সড়ক দিয়ে ফারুয়া নিয়ে আসা হয়। অতি বৃষ্টি কারণে রাস্তা খারাপ থাকায় ইউনিয়ন পরিষদ পরিষদ পর্যন্ত চাল নেওয়া সম্ভব হয়নি। তাই ফারুয়া ব্রীজ সংলগ্ন ৬নং ওয়ার্ডের লত্যাছড়ি এলাকায় বিতরণ করেছি।