সীমান্তে চোরাচালান রোধসহ এলাকায় সম্প্রতি বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে-জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হাসান

24

॥ লংগদু প্রতিনিধি ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার রাজনগর জোন (৩৭ বিজিবি)-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন) সকালে রাজনগর জোন সদর দফতরে আয়োজিত সভায় স্থানীয় হেডম্যান, কারবারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা, আসন্ন বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং ঈদুল আযহাকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় গবাদি পশু ও চামড়া চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, মাদক ও অবৈধ অস্ত্র পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হাসান।
মতবিনিময় পর্বে উপস্থিত অতিথিরা উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বিজিবির সহযোগিতা কামনা করেন। জোন কমান্ডার সভায় উপস্থিত সকলকে যেকোনো অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর সঙ্গে সঙ্গে নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর পরামর্শ দেন।
সভা শেষে রাজনগর জোনের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকার অনগ্রসর ৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের মাসিক অনুদান প্রদান করেন। পাশাপাশি হেডম্যান ও কারবারীদের মাঝে ঈদ উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেন জোন কমান্ডার।
বিজিবির এই ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, এমন নিয়মিত মতবিনিময় সভা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সম্প্রীতি ও বিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এলাকার সার্বিক নিরাপত্তা আরও জোরদার হবে।