॥ নিজস্ব প্রতিবেদক ॥
আয়তনের দিক থেকে দেশের সর্ববৃহৎ উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়্ উিপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে বাঘাইছড়ি উপজেলাবাসী।
এই দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩ জুন) বাঘাইছড়ির উপজেলাবাসীর পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়।
বাঘাইছড়ি উপজেলাবাসীর পক্ষে অ্যাডভোকেট রহমাত উল্লাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, দেশের সবচেয়ে বড় উপজেলা হলেও বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসে কোন স্টেশন স্থাপিত হয়নি। উপজেলাবাসী প্রাণের দাবী থাকলেও দীর্ঘদিনেও ফায়ার সার্ভিস স্টশন স্থাপিত না হওয়াশ প্রতিবছর এই উপজেলায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাঘাইছড়ি দুর্গম এলাকা হাওয়ায় পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ি থেকে ফায়ার সার্ভিস এর গাড়ি সহজে পৌঁছানো সম্ভব নয় বিধায় কোনভাবে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয় না।
জনবহুল ও গুরুত্বপূর্ণ উপজেলা হিসেবে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন আপনের দীর্ঘদিনের দাবি থাকলেও সরকার এ ব্যাপারে উদাসীন। বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও যার কোন বাস্তবায়ন নেই। তাই অবিলম্বে সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের স্টেশন চালু করার জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।