রোয়াংছড়িতে ওয়ার্ল্ড ভিশন নিবন্ধিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

5

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহযোগীতায় ও রোয়াংছড়ি এরিয়া প্রোগ্রাম, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন আয়োজনে বান্দরবানের রোয়াংছড়িতে ওয়ার্ল্ড ভিশন নিবন্ধিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান ও শিশু সমাবেশ উপজেলা পরিষদে মিলনাতয়তনে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩ জুন) উপহার সামগ্রী বিতরণী অনুুষ্ঠানের উদ্বোধন করেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এসময় নিবন্ধিত ১২৩০ জনকে প্রত্যেককে ৪টি খাতা ও ১টি রং পেন্সিল বক্স উপহার ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা সঞ্চালনায় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহমেদ, রোয়াংছড়ি থানার এসআই সঞ্জয় পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে এপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং উপহার ও শিক্ষা উপকরণ প্রদানের উদ্দেশ্য তুলে ধরে বলেন, শিশুরা যাতে পড়ালেখা করে তাদের স্বপ্ন তৈরী করে তা বাস্তবায়ন করতে পারেন। সে উদ্দেশ্যে এই শিক্ষা উপকরণ বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি এর বক্তব্যে বলেন, আপনারা যারা শিশুদের অভিভাবক তারা নিজ সন্তানদের সঠিক স্বপ্ন দেখিয়ে ভবিষ্যতের জন্য শিশুদের পথ দেখাবেন। যাতে তারা ভবিষ্যতে সুশিক্ষিত হয়ে সমাজের সম্পদ হিসাবে পরিণত হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিশুর সুরক্ষা বিষয়ে পিতামাতাদের সচেতন করা হয়।