॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥
চলতি সপ্তাহ জুড়ে কাপ্তাইসহ এর আশে-পাশে এলাকায় ভারী বর্ষণ হচ্ছে। যার ফলে পাহাড় ধ্বসের ঝুঁকিতে রয়েছে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের ৪নং কাপ্তাই ইউনিয়ন এর লগগেইট এবং ঢাকাইয়া কলোনিকে বসবাসরত ৫শ পরিবার। যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। আর সেই জন্য প্রশাসনের পক্ষ হতে সর্তক করে দেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আসতে।
ইতিমধ্যে গত সোমবার (১ জুন) উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য স্থানীয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বলে জানান ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। তিনি আরোও জানান, আশ্রয় কেন্দ্রে আসা লোকদের উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করছেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট এর সদস্য এবং কাপ্তাই তথ্য অফিসের প্রচার দল এই কার্যক্রমে সহায়তা করছেন।
অপরদিকে সোমবারও (১ জুন) বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন কাপ্তাই লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করেন এবং নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ জানান। এসময় কাপ্তাই যুব রেড ক্রিসেন্ট এর দলনেতা আসিফুল ইসলামের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট দলের সদস্য এবং ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ও ইউপি সদস্য ইমান আলী উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এই প্রদিবেদককে জানান, এখন বৃষ্টির মৌসুম, ভারী বৃষ্টি হলে যেকোন সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে, তাই আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় হিসাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ জানাই। ইতিমধ্যে সোমবার (১ জুন) কাপ্তাই উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ১৪টি পরিবারের ৫০ জন সদস্য আশ্রয় নিয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে খাবার পরিবেশন করেছি।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, অতি বর্ষণের ফলে এই এলাকায় অতীতে পাহাড় ধ্বসে হতাহতের ঘটনা ঘটেছে, তাই আমরা তাদেরকে অনেক আগে থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করে আসছি। এরপরেও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থেকে যায়।
স্থানীয় ইউপি সদস্য ইমান আলী জানান, লগগেইট এবং ঢাকাইয়া কলোনিতে ৫শ পরিবারের বসবাস। অধিকাংশ পরিবার পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাস করে আসছে। আমরা উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে বিশেষ করে বর্ষা মৌসুমে তাদেরকে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করে আসছি। ইতিমধ্যে কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে আসলেও অনেকে ঘরে রয়ে গেছেন।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুর নির্দেশনায় আমি কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনি, লগগেইটসহ বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছি। এইসব এলাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আসার জন্য অনুরোধ করেছি।