॥ কাপ্তাই প্রতিনিধি ॥
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কাপ্তাইয়ে উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১জুন) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরী” হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।
এসময় প্রধান অতিথি বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বলেন, মা ও শিশুর পুষ্টি চাহিদা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশকে প্রাধান্য দিয়ে মা ও শিশুর সহায়তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা। এসময় ইউপি চেয়ারম্যান, সচিবসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।