॥ মিকেল চাকমা, রাঙ্গামাটি ॥
রাঙ্গামাটি শহরের রাজদ্বীপ লিচু বাগান এলাকার বাসিন্দা প্রিয়দর্শী চাকমার বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার নুরুল হুদা জানান, রাজদ্বীপ এলাকায় সকাল ৯:৪০ ঘটিকায় আগুন লাগার খবর পেয়েছি। সড়ক পথ না থাকায় পানি পথে ১টি স্পিডবোট দিয়ে ফায়ার সার্ভিসের টিম যায়। ১০:৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২ লক্ষ টাকা, উদ্ধারকৃত মালামাল ১০ লক্ষ টাকা হবে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শী তনয় চাকমা জানান, রাজদ্বীপ লিচুবাগান এলাকায় সকালে প্রিয়দর্শী চাকমার বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।