পার্বত্য এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় উচ্চ রক্তচাপ শনাক্ত ও নিয়ন্ত্রণের এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ-সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা

14

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্ত ও নিয়ন্ত্রণের লক্ষে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসলভ টু সেভ লাইভের যৌথ উদ্যোগে আয়োজিত জেলা সিভিল সার্জন সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা। এসময় রিসলভ টু সেভ লাইভের কর্মকর্তা ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা বলেন, পার্বত্য এলাকার মানুষ স্বাস্থ্য সমৃদ্ধ খাবার ও পরিশ্রমী খাবার খেলেও বাস্তব চিত্র কিন্তু অন্যরকম। তাই পার্বত্য এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উচ্চ রক্তচাপ শনাক্ত ও নিয়ন্ত্রণের এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ন।
প্রশিক্ষণ কোর্সে জেলার দশ উপজেলার স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, সহকারী চিকিৎসক ও সিনিয়ন নার্সরা অংশ নেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় উচ্চ রক্তচাপ সনাক্তকরণ, চিকিৎসা এবং ফলো-আপ ব্যবস্থা শক্তিশালীকরণ উপর প্রশিক্ষণ দেওয়া হয়।