নাইক্ষ্যংছড়িতে মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

28

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥
নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন ও প্রতীবাদ সভা করেছে মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
বুধবার (২৮ মে) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসার গভার্ণিং বডির সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত প্রশাসক এস, এম মনজুরুল হকসহ মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল আলম বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট তথ্য প্রচারের করার প্রতিবাদে কথিত সাপ্তাহিক ‘অগ্রযাত্র’ অনলাইন পোর্টাল পত্রিকার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে নাইক্ষ্যংছড়ি মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।
উপজেলা পরিষদ চত্বরের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে, মানববন্ধনে অংশ নেন মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসা গভার্ণিং বডির সদস্যরা ও সুশীল সমাজ নেতৃবৃন্দ।
জানা যায়, গত সোমবার ‘অগ্রযাত্রা’ অনলাইন পোর্টাল নামধারী একটি ফেসবুক পেইজে ”বান্দরবানে এবার এডিসির সহযোগিতায় মাদ্রাসা দখলের পাঁয়তারা” শিরোনামে মদিনাতুল উলুম মডেল ইনিস্টিউটের ফাজিল মাদরাসা গভার্ণিং বডির সভাপতি মনজুরুল হকসহ মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল আলমের বিরুদ্ধে ভিত্তিহীন, ভূয়া, মিথ্যা বানোয়াট, এমন তথ্য ফেসবুক পেইজে ছড়িয়ে দেয়। এমন খবর পেয়ে উপজেলার আপামর জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এসময় শত শত শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি অপসারিত সাবেক অধ্যক্ষ মাওলানা ছৈয়দ হোছাইন ফ্যাসিস্ট সরকারে আমলে এমন দূর্নীতি করেছেন তার মুটেও কল্পনা করা যায় না।
তার বিরুদ্ধে দূর্নীতি দমন কমিশনে মামলার দ্রুত তদন্তের দাবী জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তিনি তদন্ত থেকে রেহায় পাওয়ার জন্য এসব ভূঁয়া, বানোয়াট, ভিত্তিহী ও মিথ্যা তথ্য প্রচার করার জন্য বড় অংকের টাকা খরচ করছেন তিনি। এই দূর্নীতিবাজ মাওলানা ছৈয়দ হোছাইনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো মানববন্ধন থেকে।