॥ মো. সোহেল রানা, দীঘিনালা ॥
প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯মে) সকালে সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি আয়োজনে ইআরআরডি-সিএইচটি-ইউএনডিপি’র সহযোগীতায় ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভার সভাপতি করেন বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ।
বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা (অ.দা) বিজয় চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো সোহেল রানা, ৪৮নং ডানে ধনপাতা হেডম্যান যুব লক্ষন চাকমা, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো ওবায়দুল্লাহ, বাবুছড়া বাঁশ ব্যবসায়ী সভাপতি অরুণ বিকাশ চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা ক্ল্যাইমেট রেসিলিশেন্স ফ্যাসিলিটেট কোরিলিয়া, কেএইচডিসি, রাসিল ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তরা বলেন, জীব বৈচিত্র্য রক্ষায় মানুষের ভূমিকা অপরিসীম। নদী নালা খাল বিল ঝিরি ঝর্না বন জঙ্গল যেসব প্রাণি বাস করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং প্রজাতির বিলুপ্তির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী আহ্বান হিসেবে কাজ করে বৈিিচত্র্যময় ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য সকলকে সচেতন হবে। পৃথিবীর সকল জীবনের জন্য জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, যার মধ্যে
দারিদ্র্য এবং বৈষম্যের মতো আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। আসুন মনে রাখি: সুস্থ বাস্তুতন্ত্রের অর্থ সকলের জন্য একটি সুস্থ ভবিষ্যত। অনেকের ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে!