॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে সপ্তাহব্যাপী বির্তকের তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন ইভেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা বিকাশের লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর কনফারেন্স কক্ষে ‘ এশীয় সংসদীয় বিতর্ক’ এর প্রশিক্ষণ-কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাঈনুদ্দিন ও রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি আয়নুল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে বিতর্কের বিভিন্ন বিষয়ের উপর কর্মশালা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান।